তোফাজ্জেল খুলনাঃ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খলিলূর রহমান বলেছেন‘‘ যুগের সাথে তালমিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।বর্তমান সরকারের সুপরিকল্পিত কর্মপরিকল্পনায় পরিবর্তিত বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে যার সুফল আমরা ভোগ করছি।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কাংখিত
লক্ষে পৌছাতে হবে ’’। তিনি গতকাল রবিবার সকালে শিরোমণিস্থ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাকেশি লি. এর ব্যবস্থাপনা পরিচালক জগদীশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বাকেশি লিমিটেডের পরিচালক মো. জিল্লুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব(কোম্পানি) ও বাকেশি লি. এর পরিচালক রাশিদা ফেরদীস এনডিসি, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও বাকেশি লি. এর পরিচালক মো: রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব(পরিকল্পনা) ও বাকেশি লিমিটেডের পরিচালক মো. মুসলেহ উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব(কোম্পানি এ্যাফেয়ার্স) বিদ্যুৎ বিভাগ ও বাকেশি লিমিটেডের পরিচালক মো. নাসির উদ্দিন তরফদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব(উপ-অর্থনৈতিক উপদেষ্ঠা)অর্থ বিভাগ ও বাকেশি লিমিটেডের পরিচালক ড. মো. ফেরদৌস আলম, আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার , বাকেশি লিমিটেডের পরিচালক সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ এবং খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষন ও নির্মাণ) আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক(উৎপাদন) ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম,মহাব্যবস্থাপক(অর্থ ও হিসাব) মোসলেম উদ্দিন, মহাব্যবস্থাপক (পরীক্ষা ও পরিকল্পনা)এনামুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক বেগ কামরুজ্জামানসহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। মতবিনিময় সভার আগে সকাল ১০টায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ক্যাবল ফ্যাক্টরীর অপটিক ফাইবার, ডাক্টপাইপ ও পাওয়ার ক্যাবল উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। এ সময় বাকেশি লিমিটেডের মহাব্যবস্থাপক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম ফ্যাক্টরীর বিভিন্ন মেশিন সম্পর্কে অতিথিবৃন্দদেরকে অবহিত করেন। এর আগে বাকেশির চেয়ারম্যান ও পরিচালকগণ বোর্ড সভায় যোগদান করেন।