কুড়িগ্রাম প্রতিনিধিঃ
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে অনন্য অর্জন উপলক্ষে কুড়িগ্রাম নানা আয়োজনে উদযাপন অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ মোড় হয়ে কেন্দ্রিয় শহিদ মিনার থেকে পূণরায় কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়। এখানে ফিতা কেটে, বেলুন ও কপোত উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ত মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।
মেলায় সরকারি বেসরকারিভাবে অংশ নেয়া ৩৯টি স্টল নিজেদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রদর্শনী সাজিয়ে কার্যক্রম উপস্থাপন করে।