নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার আয়োজনে, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর জনাব তারেক তাজিজ রাব্বির সভাপতিত্বে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলে সকল ডিপ্লোমা চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নোয়াখালী জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জেলা সিভিল সার্জন ও নোয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নোয়াখালী জেলার বিএনপি আহ্বায়ক জনাব মাহবুব আলম আলো ও নোয়াখালী জেলা জামাতের সাধারণ সম্পাদক জনাব বোরহান উদ্দিন সাহেব।
সম্মেলনের সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তারেক আজিজ, তিনি বলেন, আমরা ডিপ্লোমা চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রধানের বৈষম্যের শিকার হয়ে নানা প্রতিবন্ধকতার স্বীকার হচ্ছি। আমরা সরকারি চাকরি চাই না, আমাদের যোগ্যতা অনুযায়ী সি ক্যাটাগরি নিমিত্তে স্বীকৃতি চাই। চাই আত্মসম্মান ও স্বাধীনভাবে স্বাস্থ্যসেবা প্রদানের নিশ্চয়তা।
উপস্থিত কেন্দ্রীয় সভাপতি আহসান উল্লাহ হাসান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নন্দন চন্দ্র শীল জেলা কমিটি কার্যক্রমে ভূমিকার উপর বক্তব্য রাখেন।
সম্মেলন সফল করার জন্য, বিভিন্ন উপজেলার চিকিৎসকদের উপস্থিতিতে জেলার সভাপতি হাবিবুর রহমান সুমন ও সাধারন সম্পাদক মামুন মিয়া মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সম্রাট সহ কমিটির আরো নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদর ও বেগমগঞ্জ এবং কবিরহাট উপজেলার স্থায়ী কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন সফল করার জন্য বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের নোয়াখালী জেলার আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বাসেদ সর্বাত্বক সহযোগীতা করেন।