বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় বরগুনায় ৯০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে । (১৩ আগষ্ট) শনিবার বরগুনা খেজুরতলা ফারিয়া লারা ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস্ট শুভ্রা দাস। দেখবো এবার জগতটাকে- লানিং এন্ড আনিং এ ¯েøা-গানে প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ, প্রেসক্লাব সভাপতি অ্যাড.সঞ্জিব দাস, লোক-বেতার পরিচালক মনির হোসেন কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শামসুল আলম, ফারিয়া লারা ফাউন্ডেশনের অভ্যন্তরীণ পরামর্শক সাংবাদিক চিত্র রঞ্জন শীল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়া লারা ফাউন্ডেশনের প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির সহকারি পরিচালক ও সদস্য সচিব শেক্রাপিয়ার রায় বাপ্পী। সার্বিক সহযোগীতায় ছিলেন দেখবো এবার জগতটাকে- লানিং এন্ড আনিং প্রকল্পের সমন্বয়ক গোলাম মোস্তাফা। এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর উপস্থিত ছিলেন।