অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতালিতে বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বাড়িয়েছে দেশটি। নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
করোনার ভারতীয় ধরন মোকাবেলায় গত এপ্রিলের শেষে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গত ৩০ মে পর্যন্ত। এর পর ওইদিনই আবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি। ওই দফায় মেয়াদ বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্র।
এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য সেদেশে প্রবেশের নিষেধাজ্ঞা ওঠে গত বছরের অক্টোবর মাসে।
গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কা থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। সে সময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।