স্টাফ রির্পোটার: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব গঠিত ৯১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৩০ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ বুধবার ঢাকা মিরপুর-১ ক্যাপিটাল টাওয়ারের কনভেনশন হলে শপথ অনুষ্ঠান শেষে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জী. এম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কোভিড-১৯ মহামারিতে দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলগুলোর বেহাল অবস্থা তুলে ধরেন এবং সহজ শর্তে ঋণ ও শিক্ষক প্রণোদনা দেয়ার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক মো: মিজানুর রহমান সরকার। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জি.এম জাহাঙ্গীর কবির রানা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কো-চেয়ারম্যান বেলাল আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী সাইফুল আকবর, আলহাজ্ব মো: মোস্তফা কামাল,এল এম কামরুজ্জামান, যুগ্ম মহাসচিব জয়নুল আবেদিন জয়, মেহেদি হাসান, নুরুন নবী ও কে এম তরিকুল ইসলাম। সাংগঠনিক সচিব এ এস এম তুহিন, সহ-সাংগঠনিক সচিব মো: রফিকুল ইসলাম, এম এম ইব্রাহিম খলিল, এম এন আজাদ, অর্থ্ সচিব খন্দকার মো: মোশারেফ হোসেন প্রমুখ।