Saturday , 22 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে, জানালেন ট্রাম্প
--সংগৃহীত ছবি

বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্কঃ

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানের কাছে এই টাকা গিয়েছে, যার নাম কেউ শোনেনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন।

ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে, যার নাম কেউই শোনেনি।

২৯ মিলিয়ন ডলার! তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারো? তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখানে-ওখানে ১০ হাজার ডলার করে পাও, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়ে যাও! ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে। দুজন! আমি মনে করি, তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে, কারণ তারা বেশ ‘সফল’!’বন্ধুরাষ্ট্র ভারতকে অর্থ সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য।

কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, যা ইউএসএইডের ‘আমার ভোট আমার’ ও ‘নাগরিক প্রকল্পের’ আওতায় ছিল।

About Syed Enamul Huq

Leave a Reply