Friday , 11 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশে দুইজনের দেহে ওমিক্রন শনাক্ত
--প্রতীকী ছবি

বাংলাদেশে দুইজনের দেহে ওমিক্রন শনাক্ত

অনলাইন ডেস্ক:

এবার বাংলাদেশে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত দুইজন জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসাপাতালে ভিটামিন-এ টিকা ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান তিনি।

নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে সফরের মাঝপথে ওই টুর্নামেন্ট বাতিল করে আইসিসি। পয়েন্ট রেটে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ওমিক্রন সংক্রমণ ঝুঁকি থাকায় টুর্নামেন্ট বাতিল হওয়ার পর ক্রিকেটারদের দেশে ফেরার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হয়। কয়েক দফা ফ্লাইট পরিবর্তন করে ওমান হয়ে দেশে ফেরেন তারা। ১ ডিসেম্বর দেশে ফিরেন ক্রিকেটাররা।

About Syed Enamul Huq

Leave a Reply