Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা শেখ হাসিনার
--ফাইল ছবি

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা শেখ হাসিনার

Online Desk:

ভয়েস অব আমেরিকাকে (ভোয়া) দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের একজন নেতা দাবি করেছেন, গদিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের রাজপথে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন।

গত শুক্রবার এই সাক্ষাৎকার গৃহীত হয়। ভোয়া এই আওয়ামী লীগ নেতার নাম ও পদবি উল্লেখ করেছে। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের যেসব নেতা গণ-অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে গেছেন অথবা দেশেই পলাতক রয়েছেন, তাঁদের অন্যতম হচ্ছেন শফিউল আলম চৌধুরী।

গত বুধবার অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে চলতি মাসের প্রথম দিকে বাংলাদেশের মানবতাবিরোধী আদালত (আইসিটি) শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৪৫ নেতার নামে পরোয়ানা জারি করেছেন।

অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কয়েক দফা সংলাপে বসলেও আওয়ামী লীগকে তারা সংলাপে ডাকেনি।

এই পরিপ্রেক্ষিতে শফিউল আলম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় না। কারণ আমরা মনে করি ডক্টর ইউনূসের সরকার অসাংবিধানিক। আমরা যদি দেশজুড়ে মাঠে নামতে পারি, তাহলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’

About Syed Enamul Huq

Leave a Reply