বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার এই আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা আলাদাভাবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরের অভিনন্দন বার্তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দুই রাষ্ট্রদূত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। ওই সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘দুই দেশের রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে কোনো আলোচনাই করেননি, বরং তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় জার্মানির চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তার হার্ডকপি আমার কাছে পৌঁছে দিয়েছেন।’