Thursday , 24 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাঁধনের ২৭ বছর পূর্তিতে বশেমুরকৃবি’র ২৭ টি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
--প্রেরিত ছবি

বাঁধনের ২৭ বছর পূর্তিতে বশেমুরকৃবি’র ২৭ টি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গাজীপুর প্রতিনিধিঃ

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর বাঁধন শাখা ফুল, ফল ও ঔষধি জাতের ২৭ টি বৃক্ষের চারা রোপণ করেছে। আজ ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন (টিএসসি) কেন্দ্র থেকে একটি র‌্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ নানামুখী কার্যক্রমের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান, অতিরিক্ত পরিচালক (আইকিউএসি), প্রফেসর ড. মোঃ মইনুল হোসেন অলিভার, মোঃ শফিকুল আলম, (আহ্বায়ক, বশেমুরকৃবি বাঁধন), তোফায়েল আহমেদ (সদস্য সচিব, বশেমুরকৃবি বাঁধন) সহ ২১ সদস্যের প্রতিনিধি দল। এ সময় মোঃ শফিকুল আলম বলেন, এ বছরের আগামী আড়াই মাসে প্রায় শতাধিক রক্তের ব্যাগ দান করার একটি লক্ষ্যমাত্রা দাঁড় করেছি। সামনের সপ্তাহ থেকে নতুন করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর মাধ্যমে ক্রমশ এর পরিধি বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা সভায় ড. সাইফুল ইসলাম (পরিচালক, ছাত্র-কল্যাণ) শিক্ষার্থীদের এ মহতী কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে পরিচালিত বাঁধন একটি অনন্য প্রেরণার নাম। শিক্ষার্থীদের এ উদ্যোমের মাধ্যমে মানবতা কখনো যে পরাজিত হবেনা তারই বার্তা বহন করছে আজকের এ কর্মসূচি। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর বাঁধনের প্রতিষ্ঠাকালিন থেকে আজ দেশের ৫৪ জেলার ৮২’র অধিক শিক্ষা প্রতিষ্ঠানে, ১২টি জোনে এবং ১৪২ টির অধিক ইউনিটের মাধ্যমে সারাদেশে রক্তদান ও বিনামূল্যে রক্তের
গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

 

About Syed Enamul Huq

Leave a Reply