Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বশেমুরকৃবিতে গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

বশেমুরকৃবিতে গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ
“গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ আজ ১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ভাইস-চ্যান্সেলর তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, এ বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক প্রাণী চিকিৎসা হাসপাতাল রয়েছে যেখানে কৃষক ও খামারিগণ বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শ নিয়ে তাদের প্রাণী চিকিৎসার সকল ধরনের সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও হাসপাতালে একটি মোবাইল অ্যাপ্স রয়েছে যার মাধ্যমে কৃষকগণ ঘরে বসেই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাইনিকোলজি, অবস্টেট্রিক্স এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের সহযোগী প্রফেসর ড. জীবন চন্দ্র দাস ও সার্জারি এন্ড রেডিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আতাউর রহমান। প্রশিক্ষণে গাজীপুরের কাউলতিয়া, কাপাসিয়া ও মার্তা (শ্রীপুর) গ্রাম হতে আগত ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply