Monday , 14 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে
--র‌্যাব ডিজি

বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলা নববর্ষের উৎসব ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। সেই সঙ্গে বৈশাখী উৎসব ঘিরে অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

রবিবার সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শহিদুর রহমান বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি বলেন, এ নিয়ে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

 

About Syed Enamul Huq

Leave a Reply