বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । ভোট হবে ৩০ জানুয়ারী শনিবার। বরগুনা সরকারি মহিলা কলেজ , পুলিশ লাইন হাই স্কুল , গগন মেমোরিয়াল হাইস্কুল , ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই (একাডেমী ভবন) , এ লতিফ পৌর- সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বরগুনা আর্দশ বালিকা বিদ্যালয় , বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ও বরগুনা সরকারি কলেজ। এ ৯টি কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে । মেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা কাউন্সিলর- ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ প্রার্থী
মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল (২৯ জানুয়ারী ) বিকাল সাড়ে ৫টায় বরগুনা
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ বরগুনা পৌরসভা নির্বাচনে ৯ মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ মোট ৫৮ প্রার্থী অংশ গ্রহন করছে। জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার দিলীপ কুমার হাওলাদার , সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে ( বরগুনা পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। উল্লেখ্য তৃতীয় ধাপে সারাদেশে একযোগে ৬৪ টি পৌরসভা সাধারণ নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনের ৩১ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র তোলা ও দাখিলের শেষ দিন। প্রার্থীতা বাছাই ৩ জানুয়ারী , প্রত্যাহার ১০ জানুয়ারী এবং ভোট গ্রহণ হবে ৩০ জানুয়ারী
শনিবার ।