বরগুনা প্রতিনিধি ঃ
বরগুনা পৌরসভা নির্বাচনে উৎসব মূখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে । (৩০ জানুয়ারী) শনিবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পৌরসভা নির্বাচনী বরগুনা সরকারি মহিলা কলেজ , পুলিশ লাইন হাইস্কুল , গগন মেমোরিয়াল হাইস্কুল , ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই (একাডেমী ভবন) , এ লতিফ পৌর- সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বরগুনা আর্দশ বালিকা বিদ্যালয় , বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ও বরগুনা সরকারি কলেজ এ ৯টি কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এ দিকে বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর পিটিআই (একাডেমী ভবন) ভোট দেন। অপরদিকে শনিবার সকাল থেকেই ভোট কেন্দ্রে মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ পৌরসভা নির্বানে মেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা কাউন্সিলর- ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করেন। সর্বশেষ বরগুনা পৌরসভা নির্বাচনে ৯ মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ মোট ৫৮ প্রার্থী অংশ গ্রহন করছে। উল্লেখ্য তৃতীয় ধাপে সারাদেশে একযোগে ৬৪ টি পৌরসভা সাধারণ নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনের এর পূর্বে ৩১ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র তোলা ও দাখিলের শেষ দিন। প্রার্থীতা বাছাই ৩ জানুয়ারী , প্রত্যাহার ১০ জানুয়ারী, ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হয়, ১৪ জানুয়ারী আইন-শৃঙ্খলা সংক্রান্ত এবং ২২ জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।