Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় হতদরিদ্রদের জন্য কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ সভা
--প্রেরিত ছবি

বরগুনায় হতদরিদ্রদের জন্য কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ সভা

অনলাইন ডেস্ক:

বরগুনা প্রতিনিধি: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর আওতায় বরগুনায়
হতদরিদ্রদের জন্য কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ
সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর, ২০২০) বেলা ১১ টায়
জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে উত্তরণ এনজিও,র আয়োজনে,
ইউএনডিপি এবং জাপানী জনগণের সহযোগীতায় বরগুনা জেলায়
হতদরিদ্রদের জন্য কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ
সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আশ্রাফুল ইসলামের
সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক
মোস্তাইন বিল্লাহ। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন
ইউএনডিপি এর কনসাল্টেন্ট ডা.অর্দ্ধেন্ধ শেখর রায়, ইউএনডিপি এর
আবদুল্লাহ খান ,ডিআরআর মো.লুৎফর রহমান, এলজিইডি এর সহকারি
প্রকৌশলী মো.মাইনুল হাসান সজিব, পিআইও জিএম ওয়ালিউল
ইসলাম, ইউএনডিপি এর ডিআরআরএফ শাহ সাহিদুর রহমান, টিও
মো,হাবিবুর রহমান, সিডিও মোসাম্মাৎ শাহনিন মোশরেফা, ওয়েভ
এর নজরুল ইসলাম, ইউএনডিপি,র লজিক এর সোহেলী চাকমা , উত্তরণ
সিনিয়র সহকারি সমন্বয়কারী শম্ভু চৌধুরী, কো-অর্ডিনেটর
ফাতিমা হালিম আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, উত্তরণ তাদের কর্যক্রমে আমাদের যুক্ত করেছে এই জন্য
দাতা সংস্থা ইউএনডিপি ও জাপানী জনগণ এবং উত্তরণকে ধন্যবাদ
জানায়। যাতে ভবিষ্যতে বাকী উপজেলা গুলোও এ প্রকল্পের আওতাভূক্ত করা হয়
সে আশা ব্যক্ত করেন। এ সময় সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মুক্ত
আলোচনা করা হয় ।

উল্লেখ্য যে, দাতা সংস্থা ইউএনডিপি এবং জাপানী জনগণের
সহযোগীতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর আওতায় উত্তরণ এনজিও
বরগুনা জেলায় হতদরিদ্রদের জন্য কাজের বিনিময় অর্থ কার্যক্রম
কর্মসূচী চালু করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply