Wednesday , 26 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, আতঙ্কে যাত্রীরা
--সংগৃহীত ছবি

বরগুনায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, আতঙ্কে যাত্রীরা

অনলাইন ডেস্কঃ

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার গলাচিপা এলাকায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির খবর পাওয়া গেছে। ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাস থেকে যাত্রীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বরগুনা-বরিশাল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।ডাকাতদের কবলে পড়া ইমরান পরিবহনের যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিনটি যাত্রীবাহী বাস বরগুনা সদর উপজেলার গলাচিপা এলাকায় পৌঁছলে সড়কে পড়ে থাকা গাছের কারণে গতি কমাতে হয়। ঠিক তখনই সশস্ত্র ডাকাত দল বাসে উঠে আতঙ্ক সৃষ্টি করে এবং ১২ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান পরিবহনের বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

About Syed Enamul Huq

Leave a Reply