Friday , 1 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী শিশু আনন্দ মেলা

বরগুনায় প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী শিশু আনন্দ মেলা

বরগুনা প্রতিনিধি:
প্রেসক্লাবের উদ্যোগে পুঁথিপাঠ, লোকজ সঙ্গীত ও বাশিঁর সূরের মূর্ছনায় কবিতা বৃত্তির মধ্য দিয়ে বরগুনায় মাসব্যাপি শিশু আনন্দ মেলা। বরগুনা শহরের সার্কিট হাউসের মাঠে শিশু আনন্দ মেলার ৪র্থ দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভীর।এ মেলার প্রধান ফটকের ফিতা কেটে বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, এমপি। করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদন ও বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের লক্ষে এ মেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহি বরগুনা প্রেসক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, বরিশাল থেকে আগত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন উপজেলা প্রেসক্লাব,বরগুনা প্রেসক্লাব এর সদস্য, সহযোগী সদস্য ও সুহৃদ সদস্য। ও বরগুনার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এ মেলার ৪র্থ দিনে দর্শকে পরিপূর্ণ হয় সার্কিট হাউজ মাঠ।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস সাংবাদিকদের বলেন, বরগুনায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। করোনার মধ্যে প্রায় তিনবছর শিশুরা স্কুলেও যেতে পারেনি। আমরা করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদনের জন্য এ মেলার আয়োজন করেছি। এর পাশাপাশি মেলার আয়ের টাকায় বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মান করা হবে। আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় মেলাটি আয়োজন করেছি। বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, শিশুদের বিনোদনের পাশাপাশি মাসব্যাপি আমাদের আয়োজনে মূলত লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। বাউল, জারি সারি, পালাগান, যাদু, কৌতুক অভিনয়, মঞ্চ নাটকসহ হারিয়ে যাওয়া নানা ধরণের লোকজ সংস্কৃতি তুলে ধরবো। আমরা আশা করি ভিন্নধর্মী এমন মেলা সবার মাঝে সাড়া ফেলবে। মেলায় শিশুদের বিনোদনের জন্য জাদু ও পশুপাখিসহ বিভিন্ন কণ্ঠ অনুকরণ করে বিনোদন দেয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply