Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় নারী ওয়াস সমবায় সমিতির সাথে ব্যবসায়ীদের সংযোগ স্থাপন ফলোআপ সভা
--প্রেরিত ছবি

বরগুনায় নারী ওয়াস সমবায় সমিতির সাথে ব্যবসায়ীদের সংযোগ স্থাপন ফলোআপ সভা

বরগুনা প্রতিনিধি :
বরগুনায় নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে এইচপির সহযোগীতায় নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদরে সাথে ব্যবসায়ীদের নিয়ে শহরের জাগো নারী ট্রেনিং সেন্টারে এ সংযোগ স্থাপন (ফলোআপ) সভা অনুষ্ঠিত হয়। (২২ নভেম্বর ) মঙ্গলবার সকাল ১০টায় সভায় নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন এবং ব্যবসায়ী সমাজের বিভিন্ন সহযোগীতা কামনা করেন। নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে উপস্থিত ছিলেন শেফালী আক্তার, মাকসুদা, মুক্তা ,লাভলী, সুমী খাতুন। সভা পরিচালনা করেন বরগুনা নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সামসুন্নাহার বেগম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো.কামাল হোসেন , সমবায় কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন আশার শাখা ব্যবস্থাপক মো.আলমগীর হোসেন,সাংবাদিক মাহবুবুর রহমান অভি, এইচপি সংস্থার বরগুনা ও কলাপাড়া টাউন কো-অর্ডিনেটর মো. শরিফুল ইসলাম খান , মার্কেট ডেভলপমেন্ট অফিসার মো. নান্নু মিয়া ও সাবিনা ইয়াসমিন প্রমূখ।
উল্লেখ্য , এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে বরগুনা পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষ ভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

About Syed Enamul Huq

Leave a Reply