বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলার বেতাগী উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে । (৯ মার্চ ) রবিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার বাস্তবায়নে বেতাগী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারী মোঃ গোলাম রসুল রুবেল,নিরাপদ সড়ক চাই নিসচা বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি, সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা পরিচালক মাহবুবুর রহমান খোকাসহ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণ। এ সময় জেলার বেতাগী উপজেলার ১৯ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ বস্তা করে ইউরিয়া ও টিএসপি এবং কীটনাশক বিতরণ করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পার্টনার প্রজেক্ট-ব্রি-অঙ্গ এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে এ ইউরিয়া ও টিএসপি এবং কীটনাশক বিতরণ করা হয়েছে।
এর পূর্বে গত ( ২৪ ডিসেম্বর ) মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর একই প্রকল্পের আওতায় জেলার বেতাগী উপজেলার ২০ জন কৃষককে ১০ কেজি করে (ব্রিধান- ১০০) বিতরণ করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পার্টনার প্রজেক্ট-ব্রি-অঙ্গ এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে এ নতুন জাতের বীজ বিতরণ করা হয়েছে।