Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনার পাথরঘাটায় অনিক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
--প্রেরিত ছবি

বরগুনার পাথরঘাটায় অনিক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি:

অনিক (১৪) হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বরগুনার পাথরঘাটা চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী , শিক্ষক, অভিভাবক ,এলাকাবাসী ও বাংলাদেশ দলিত পরিষদের সদস্যরা। (১৭ জুন) শনিবার সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় তারা এ মানববন্ধন করেন। প্রায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান মঞ্জু , চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল হুদা, ইউপি সদস্য মজিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , সাবেক ইউপি সদস্য বাবু সুনীল কুমার হালদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য জহির রায়হান , চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা মানববন্ধনে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অনিকের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান এবং অনিক হত্যা মামলার প্রধান আসামি সুভল পাইকের জামিন নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদের আইনবিষয়ক সম্পাদক শুকমার শীল , অনিক হত্যা মামলার বাদী উওম চন্দ্র শীল ও চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী , অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১ মে আনুমানিক সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের সময় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ছহেরাবাদ গ্রামের শংকর পাইকের বড় ছেলে সুভল পাইক ও ছোট ছেলে গোপাল পাইক প্রতিবেশী উত্তম শীলের ছেলে অনিক শীলকে গলা টিপে হত্যা করে । এ ঘটনায় ২ মে নিহত অনিক চন্দ্র শীল এর পিতা উত্তম চন্দ্র শীল বাদী হয়ে ২ জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বর্তমানে মামলাটির ১ নং আসামি সুবল পাইক জামিনে মুক্ত আছেন। ২ নং আসামি গোপাল আদালতের মাধ্যমে যশোর সংশোধনাগারে আছে।

About Syed Enamul Huq

Leave a Reply