কক্সবাজার প্রতিনিধি :
বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরীর সমর্থনে আয়োজিত বড়মহেশখালী নতুন বাজার মাঠে বিশাল নির্বাচনী পথ সভায় বক্তব্যকালে বক্তারা বলেছেন ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, এলাকার উন্নয়ন চাইলে এবং বড় মহেশখালী কে মহেশখালী পৌরসভার আলোকে সাজাতে চাইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরী কে নৌকা মার্কায় ভোট দিন। বিশাল পথসভায় আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী উপস্থিত জনতার উদ্দেশ্যে বিনয়ের সহিত বলেন দয়া করে আপনারা আগামী ১৫ তারিখ নৌকায় ভোট দিয়ে একবার মাত্র আমাকে সুযোগ দিন আমি আপনাদের আমানতের খিয়ানত করবো না । বাংলাদেশ আওয়ামী লীগ বড় মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ সিরাজ মিয়া বাশির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ ফরিদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কক্সবাজার জেলা কমিটির সদস্য, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ ,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অত্র ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান , নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরীর পিতা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ড, নুরুল আবছার, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান বিএ, মরহুম এডভোকেট আদালাত খানের স্ত্রী শরীফাতুন্নেছা পাখি, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, উপপ্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ তালুকদার, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল ইসলাম করিম , বাংলাদেশ আওয়ামী লীগ বড়মহেশখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা আজিজুল হক , সমাবেশ শুরুর আগ পর্যন্ত বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহাসিক নতুন বাজার মাঠে সমাবেশ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরিশেষে প্রশাসন নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরী কে পথসভায় অনুমোদন দিলে , বড় মহেশখালীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসা শুরু হয় এবং কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া পথসভাটি জনসমুদ্রে পরিনত হয়ে যায়।