ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন- গোড়ান খেলার মাঠের উন্নয়ন ও নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
গতকাল মঙ্গলবার আগুনে বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেট মিলিয়ে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে বলে দাবি করেছে দোকান মালিক সমিতি। সাতটি মার্কেটের ব্যবসায়ীদের দাবি, আগুন লাগার ঘটনায় তাঁদের হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে আট সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে।
ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সাত কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন