কুষ্টিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার এর সার্বিক ব্যাবস্থাপনায়, ৫ মার্চ ২০২১ খ্রি. শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবউল-আলম হানিফ এমপি মহোদয়ের বাস ভবনে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুঁকে ধারণ করে এগিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন সেই পথ ধরেই এগিয়ে যেতে হবে। বাঙ্গালীর ইতিহাসের মহানয়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বঙ্গবন্ধুর আদর্শে রয়েছে চিরন্তন প্রেরণার উৎস। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এজাজ আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণ কমল বিশ^াস, সহ-সভাপতি তানজিমা রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক রাজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আকরামুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমনউর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুপ্লব কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রতাপ কুমার শর্মা, সাংগঠনিক সম্পাদক শাহনুর আলম চঞ্চল, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক মাহফুজ হৃদয়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শামীম শেখ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সন্টু কুমার হালদার, নির্বাহী সদস্য সাংবাদিক লাল্টু আহমেদ প্রমুখ। এছাড়াও আমিনুর ইসলাম মিন্টু, জীবন আলী, শিপন শেখ, সাবিক রহমান হৃদয় উপস্থিত ছিলেন।