Monday , 31 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ
--প্রেরিত ছবি

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ

গাজীপুর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ট্রেজারার হলেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। গতকাল ২৭ অক্টোবর (রবিবার) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত ও মোঃ শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ৯ম ট্রেজারার হিসেবে পূর্বসূরী প্রফেসর তোফায়েল আহমেদ এর স্থলাভিসিক্ত হলেন। এ পদে পদায়ন হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর সাথে কুশল বিনিময় করেন। নতুন এ ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সহকারী পরিচালক পদে যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে সহকারি অধ্যাপক পদে যোগদান করে ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ২০০২ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে প্রথম বিভাগে মাস্টার্স (এমএস) ডিগ্রি এবং অত্র বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে “Impact of Arsenic Mitigation program in Bangladesh” বিষয়ে পিএইচডি লাভ করেন এ অধ্যাপক। উল্লেখ্য, প্রফেসর ড. আফ্রাদ এ পর্যন্ত ৬ জন পিএইচডি ও ৮৯ জন এমএস গবেষণা শিক্ষার্থীকে সুপারভিশন করেছেন এবং দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ১২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশনা রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply