Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধাঞ্জলি
--সংগৃহীত ছবি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক:

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের অংশ হিসেবে আজ রবিবার সকাল সাড়ে দশটায় মেয়র মোঃ আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুলশানস্থ নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে মেয়র বলেন, জাতির জনককে যে কোনো জায়গায় শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। ডিএনসিসির আমরা সবাই একটা পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে আজকে এখানে ফুল দিয়েছি। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন, এটি এত তাৎপর্যময় যে, ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধু তাঁর ভাষণে বলেছেন, “দাবায়ে রাখতে পারবা না”, তার প্রমাণ আমরা পেয়েছি। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।

মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সারাটা জীবন দেশকে ভালবেসে আত্মত্যাগ করেছেন। তাঁর সম্মানে আসুন এই দিনে প্রতিজ্ঞা করি কিভাবে একটি সুন্দর শহর, একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply