স্টাফ রিপোর্টার :
ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেছেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি আজ শনিবার ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট শহীদদের স্মরণে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী স্বরণে মিলাদ মাহফিল ও মানবভোজের আয়োজন করে। প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ই আগস্ট ও একুশে আগস্ট এর তাৎপর্য যথাযোগ্য মর্যাদায় তুলে ধরেন এবং এ দুটি দিনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্বাধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেই সাথে করোনাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশা লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লবী থানা আওয়ামী লীগের ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন চৌধুরী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আবুল কালাম সরাই, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেগম নিলুফার আক্তার, মোতালেব হোসেন উকি, মোহাম্মদ আমিন উল্লাহ পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।