ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে এবারের বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফটি শনিবার ভোররাতে পুড়ে গেছে। পুলিশ ঘটনাটিকে ‘রহস্যজনক’ বললেও এখন পর্যন্ত কিভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার জন্য ভারতে পালানো শেখ হাসিনার দোসরদের দায়ী করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের লোকজনকে দায়ী করে হুঁশিয়ারি দিয়েছেন ফারুকী।
আমরা এখন আরো বেশি ডিটারমাইনড এবং আরো বেশি সংখ্যায় অংশ নেব। গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যম্ভাবী হয়ে উঠল।’