রাজধানীর ফার্মগেট এলাকায় নান্দনিক ফুট ওভারব্রিজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রবিবার সকালে এর উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
জাতীয় সংসদ ভবনের নকশার সঙ্গে মিল রেখে ব্রিজটি নির্মাণ করা হয়েছে।
ব্রিজটি উদ্বোধনের পর পাশেই নির্মিত একটি পুলিশ বক্সেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের রাস্তায় ডিউটি করতে হয়।
এতে তাঁরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভীষণ অসুবিধায় পড়েন। মন্ত্রী ফুটপাত বন্ধ না করে পুলিশ বক্স নির্মাণের জন্য ডিএনসিসির মেয়রকে ধন্যবাদ জানান এবং অন্যান্য স্থানেও এমন পুলিশ বক্স ও গণশৌচাগার নির্মাণের কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।