মো: ইউসুফ হোসেন, (ফটিকছড়ি প্রতিনিধি) : চট্টগ্রামের ফটিকছড়িতে তৃতীয় দফায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ৩ মার্চ বুধবার সকাল থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের টেকনিক্যাল কলেজের উত্তর পাশে এসএনবি ব্রিক্স ও একতা ব্রিক্সের চিমনি বুল্ডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত নাজিরহাট পৌরসভায় গত ১৭ফেব্রুয়ারী ভেঙ্গে দেওয়া হালদা ব্রিক্সে বাংলা চিমনি বসিয়ে ইট পোড়ানোর খবর পেয়ে অভিযান চালিয়ে ইটভাটা ভেঙ্গে দেয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। এ সময় বিজিবি, র্যাব ও পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।