ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফটিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। যদিও এবার করোনা ভাইরাসের কারণে কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে দিবসটি উপলক্ষে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টার সময় উপজেলা পরিষদের সামনে অবস্থিত শহীদ মিনার ও জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেবুন নাহার মুক্তা, সহকারী সিনিয়র ম্যাজিস্ট্রেট (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ, মো. রবিউল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কার্যালয়ের অফিসারবৃন্দ।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি)।
এরপর থেকে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।