Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্লাস্টিকের ব্যবহার হ্রাসে ব্যবসা প্রতিষ্ঠানসমূহের র্নিবাহীদের সাথে আলোচনা সভা

প্লাস্টিকের ব্যবহার হ্রাসে ব্যবসা প্রতিষ্ঠানসমূহের র্নিবাহীদের সাথে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজন করেন।

“প্লাস্টিকের ব্যবহার হ্রাসে ব্যবসা প্রতিষ্ঠানসমূহের র্নিবাহীদের সাথে আলোচনা সভা” অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি.
সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ
অনুবিভাগ), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত
ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ডাইভারসিটি, ইনক্লুশন,
এনভায়রনমেন্ট এন্ড সাসটেইনেবিলিটি কমিটির সভাপতি জনাব জাভেদ আকতার। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. আবদুল হামিদ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের।
সভায় প্লাস্টিক দূষণের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা ও
ভিডিও প্রদর্শন করেন জনাব রাজিনারা বেগম, পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা),
পরিবেশ অধিদপ্তর এবং প্লাস্টিক শিল্পের পরিবেশগত ব্যবস্থাপনার সমস্যা ও উত্তরণে করণীয়
বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জনাব শামীম আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস্
ম্যানুফেকচারার্স ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশন।
সভায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থার নির্বাহীবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ প্লাস্টিক বর্জ্য
ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মতামত/বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি. সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বক্তৃতায় প্লাস্টিক বর্জ্যের
পরিবেশসম্মত ব্যবস্থাপনায় Roadmap প্রণয়ন ও বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও
সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ তাঁর বক্তব্যে বলেন,
আমরা নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত বিভিন্ন আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সবার Win-Win situation বিদ্যমান থাকে এরূপ বাস্তবায়নযোগ্য একটি Roadmap প্রণয়ন করার বিষয়ে তিনি
গুরুত্ব আরোপ করেন। তিনি সকলের মতামতের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের কারিগরি কমিটির সভায় পর্যালোচনাপূর্বক পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে মর্মে উল্লেখ করে গৃহিত কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থার সম্মানিত নির্বাহীবৃন্দ ও
প্রতিনিধিবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply