Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রেসিডেন্ট যে-ই হোক মেনে নিতে প্রস্তুত মার্কিনরা
--ফাইল ছবি

প্রেসিডেন্ট যে-ই হোক মেনে নিতে প্রস্তুত মার্কিনরা

আন্তর্জাতিক ডেস্ক:

আর কয়দিন পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প ফের বিজয়ী হবেন নাকি তাঁকে হারিয়ে হোয়াইট হাউসের দখল নেবেন জো বাইডেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। তবে ভোটের লড়াইয়ে যে-ই জিতুক, সমর্থকদের বেশির ভাগই নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত।

গত ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ৭৯ শতাংশ মার্কিনই নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন। এদের মধ্যে ট্রাম্পের ৫৯ শতাংশ সমর্থক বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মানতে প্রস্তুত।

যেসব ট্রাম্প সমর্থক বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মানবেন না বলে জানিয়েছেন, তাদের মধ্যে ১৬ শতাংশ বলেছেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে সেই ফলাফল চ্যালেঞ্জ করে তারা আন্দোলন, এমনকি সহিংসতায় জড়াতেও পিছপা হবেন না। জরিপে আরো দেখা গেছে, ৫৭ শতাংশ বাইডেন সমর্থক নির্বাচনে ট্রাম্পের জয় মেনে নেবেন। যারা মানবেন না তাদের মধ্যে ২২ শতাংশ ফলাফল চ্যালেঞ্জ করতে রাজি।

কলাম্বিয়া ইউনিভার্সিটির রাজনৈতিক গবেষক ডোনাল্ড গ্রিন বলেছেন, এই জরিপের ফলাফল নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে তাঁর উদ্বেগ কিছুটা হলেও কমিয়েছে।

তবে  বিশেষজ্ঞের শঙ্কা, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে অথবা যেকোনো প্রার্থী ভোট কারচুপির বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারলে জরিপে অনুমানের চেয়েও বেশি বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। জনপ্রিয়তার দৌড়ে বাইডেনের পক্ষে ৫১ শতাংশ ভোটার, আর ট্রাম্পের পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ।

About Syed Enamul Huq

Leave a Reply