রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি উড়াং হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রীতি উড়াংকে হত্যার দায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এড়াতে পারে না। কারণ হত্যাকারী আশফাকুল ইসলাম এ হত্যার দায় এড়াতে প্রভাব খাটিয়েছেন।
সমাবেশে আশফাকুল ইসলাম ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বিচার নিশ্চিতকরণের দাবি জানান বক্তারা। শ্রমজীবী নারী সংগঠনের নেতা হারমত আলী তাঁর বক্তব্যে প্রীতি উড়াংয়ের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচার করে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
চা বাগানে তেমন কাজ না থাকায় ছয় মাস আগে প্রীতির মামা ফুলসাঁইয়ের মাধ্যমে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বাড়িতে কাজে আসে প্রীতি। গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ আনুমানিক সকাল ৮টার দিকে ওই ভবনের ৯ তলা থেকে কিশোরী গৃহকর্মী পাশের দোতলা টিনশেডের ওপর পড়ে। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। কিশোরী বয়সে মৃত্যুকে বরণ করে বাড়িতে লাশ হয়ে ফিরতে হলো প্রীতিকে। এটা মানবতাবিরোধী অপরাধের শামিল।