অনলাইন ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনের দলীয় প্রার্থী বাছাই করতে আজ রবিবার (৩০ আগস্ট) এক সভায় বসছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে ৪টায় দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান কালের কণ্ঠকে বলেন, করোনা পরিস্থিতির কারণে এবারের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সীমিত আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শারীরিক উপস্থিতিতে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কয়েক মাস পর আজই প্রথম শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের কোনো সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।