প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে টাইগার গেটে তাঁকে ফুলেল স্বাগত ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাঁরা দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকে বসেন।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরাঁর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর।
বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ম্যাখোঁর সফরের প্রাক্কালে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এলিসি সূত্র জানায়, বিগত বছরগুলোতে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতি অগ্রাহ্য করেছিল ফ্রান্স।
এখন অনেক বিষয়ে তাদের ধারণা বদলাচ্ছে।
এ ছাড়া ফ্রান্স বাংলাদেশকে জ্বালানি খাত রূপান্তর ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা করতে চায়। বাংলাদেশে ফরাসি উন্নয়ন সহায়তা সংস্থা এএফডির সহযোগিতা তিন গুণ বেড়ে প্রায় ২০০ কোটি ইউরোতে পৌঁছেছে। আগামী তিন বছরের এএফডির প্রকল্পের জন্য আরো ১০০ কোটি ইউরো দেওয়ার কথা রয়েছে।