Thursday , 10 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে বিরল সম্মান দেখালেন বিশ্বনেতারা
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীকে বিরল সম্মান দেখালেন বিশ্বনেতারা

অনলাইন ডেস্ক:

ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরল সম্মান দেখিয়েছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মেঝেতে হাঁটু গেড়ে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অন্য নেতারাও প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান জানিয়েছেন।

এই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক হাঁটু গেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন।

জি-২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন মোহাম্মদ বিন সালমান। দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে সম্মত হয়েছেন তারা।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশল বিনিময় করেছেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮-১০ সেপ্টেম্বর নয়াদিল্লি সফর করেন। সফর শেষে রবিবার ঢাকায় ফেরেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply