Saturday , 1 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না কেন, প্রশ্ন আলী রীয়াজের
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না কেন, প্রশ্ন আলী রীয়াজের

অনলাইন ডেস্কঃ
সংসদ সদস্যদের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন সেই প্রধানমন্ত্রীকে কেন সংসদে অপসারণ করা যাবে না- এমন প্রশ্ন তুলেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।আজ শনিবার রাজধানীর ইস্কাটনে আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ : সুশাসন ও গণতন্ত্র’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশ্ন তোলেন। সেমিনারের আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স নামের একটি সংগঠন।

যুক্তরাজ্যের উদাহরণ টেনে আলী রীয়াজ বলেন, ‘সেখানে এক সংসদে তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন করা হয়েছে।

কিন্তু পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সংসদ চলমান ছিল। পৃথিবীর সব জায়গায়, যেখানে এই পদ্ধতিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেখানে প্রধানমন্ত্রী অপসারণ করা যায়। আমাদের এখানে যায় না। আমি কোনো ব্যক্তির কথা বলছি না। একটা ব্যবস্থার কথা বলছি।’  
তিনি বলেন, ‘১৯৭২ সালে যেদিন সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১৯৭২ সালে প্রণীত সংবিধানে প্রধানমন্ত্রীকে অপসারণের ব্যবস্থা ছিল না কেন? এখনো সে ব্যবস্থা নেই। সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে। কিন্তু এক জায়গায় স্থির। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা।’
১৯৭৫ সালে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেওয়া এবং ৯০-এর অভ্যুত্থানের পর আবার প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধানের দ্বাদশ সংশোধনী দুটি প্রধান রাজনৈতিক দল একমত হয়ে পাস করেছিল। রাষ্ট্রপতির হাতের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়। তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না।’
তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হচ্ছে, দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ চলে যাবে। প্রধানমন্ত্রীকে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে অপসারণের পথ রাখা হয়নি এবং সংসদ সদস্যদের তার অধীন করে রাখা হয়েছে।’১৯৭২ সালে প্রণীত সংবিধানের সমালোচনা করে সংবিধান সংস্কার কমিটির প্রধান বলেন, ‘১৯৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার এককেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়। এ থেকে উত্তরণে শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসনব্যবস্থা পরিবর্তন ও গণতন্ত্রায়ণের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কাঠামোগত পরিবর্তন অকস্মাৎ হবে না। সবার অংশীদারির মধ্য দিয়ে সেটা সম্ভব। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটাই একমাত্র পথ।’অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘যেকোনো দেশে সাধারণত তিনভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়- সেনাশাসনের মাধ্যমে, এক দলীয়ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। দুটি দুর্বলতার কারণে এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরশাসন তৈরি হয়। একটি হলো প্রাতিষ্ঠানিক আরেকটি হলো রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মূল জায়গায় আছে সংবিধান।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণরা, ছাত্ররা। তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রকম শক্তি জড়িত হয়েছিল। তাই আকাঙ্ক্ষার ভিন্নতা থাকাই স্বাভাবিক। সাধারণভাবে কেবল ফ্যাসিবাদী শাসন বা একজন ফ্যাসিবাদী শাসককে ক্ষমতা থেকে সরানোর জন্য এই আন্দোলন হয়নি। তবে এটাও সত্য এই আন্দোলনে যুক্তদের কারো কারো আকাঙ্ক্ষা ওইটুকুই ছিল বা এখনো আছে।’

অধ্যাপক আলী রীয়াজ মনে করেন, দুটি বিষয় স্পষ্ট, যেখানে ঐকমত্য আছে। সেগুলো হলো স্বৈরতন্ত্র যাতে আর ফেরত না আসে এবং একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘অনেক বিষয়ে ভিন্নমত থাকবে। সেগুলো নিয়ে আলোচনা হবে। যে জায়গায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন ও গণতন্ত্রায়ণের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে।’

সেমিনারের সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব) সৈয়দ ইফতেখার উদ্দিন। এ ছাড়া আলোচনা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান, সিডিজিজির উপদেষ্টা পরিষদের সদস্য আবু মুহাম্মদ নিপার, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির।

About Syed Enamul Huq

Leave a Reply

Just a moment...
We're just verifying you are a real human and not a bot. After a couple of seconds, our site will automatically load and the rest of your visit will be nice and fast. We apologize for the inconvenience.
Please refresh if you see this message for longer than 5 seconds