Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রথম আলোর প্রতিবেদন আইসিটি বিচার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ
--সংগৃহীত ছবি

প্রথম আলোর প্রতিবেদন আইসিটি বিচার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ

অনলাইন ডেস্কঃ

‘এটিএম আজহারুলের মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন’ শীর্ষক প্রথম আলোর প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের কার্যালয়। এই ধরণের কর্মকাণ্ড জুলাই মাসে চলমান গণহত্যার বিচারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি অশুভ প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করা হয়েছে।

শুক্রবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিকে ‘মন্তব্য-ভিত্তিক এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করা হয়েছে। এই প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ২০১০ সাল থেকে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ছিলেন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর তিনি ওই মামলায় অংশ নেননি। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চকে তিনি আগেই জানিয়েছেন, এই মামলায় তিনি অংশগ্রহণ করবেন না। এ কারণে তার কোনো ‘স্বার্থের সংঘাত’ নেই এবং তিনি পেশাগত আচরণবিধি ও নৈতিকতা লঙ্ঘন করেননি।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘প্রথম আলোর এই প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সমন্বিত প্রচেষ্টার অংশ।

About Syed Enamul Huq

Leave a Reply