অনলাইন ডেস্ক:
গণপরিবহনের ধর্মঘট তুলে নেওয়া হলেও পণ্য পরিবহনের ধর্মঘট চলবে বলে জানিয়েছে মালিক পক্ষগুলো। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এ খবর নিশ্চিত করেছেন।
সরকার গতকাল বাসের ভাড়া বাড়ানোয় অনানুষ্ঠানিক ধর্মঘট তুলে নিয়েছেন বাস মালিক সংগঠনের নেতারা। এরপর রুস্তম আলী খান বলেন, ‘গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় আমরা কিছুটা বিপাকে পড়েছি। তবু আমাদের ধর্মঘট চলমান থাকবে। আগামীকাল (আজ) যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডাকা হয় তাহলে সেখানে আমরা কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করব।’
পণ্য পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। পরিবহনের সংগঠন থেকেই ভাড়া ঠিক করা হয়। এ জন্য গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভাড়া নির্ধারণীর বৈঠকে পণ্য পরিবহন মালিক সংগঠনের নেতাদের ডাকা হয়নি।
জ্বালানি তেলের দাম বাড়ার বিপরীতে আপনারা নিজেরাই তো ভাড়া বাড়িয়ে নিতে পারেন—এ প্রসংগে রুস্তম আলী বলেন, ‘পণ্য পরিবহনের গাড়ি অনেক দূর পর্যন্ত চলাচল করে। এতে জ্বালানি খরচ অনেক বাড়বে। ভাড়া বাড়ালে এর প্রভাব সরাসরি পণ্যের দামের ওপর পড়বে। ফলে সামগ্রিক বাজারমূল্যের দাম বেড়ে যাবে। আমরা চাই ডিজেলের দাম কমানো হোক।’