অনলাইন ডেস্ক:
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছি। কেউ না খেয়ে থাকে না। এখন আমরা দেশের প্রতিটি মানুষের পুষ্টি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরী গ্রামে ব্রি-৯২ জাতের বীজ উৎপাদনকারী কৃষকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮ শতাংশ। জনসংখ্যা বৃদ্ধির কারণে বর্তমানে তা নেমে এসেছে ১০ শতাংশে। আমাদের বিজ্ঞানীরা ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের জাত উদ্ভাবন করে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করে সবার মুখে খাদ্য তুলে দিয়েছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মো. বেনজীর আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আ. লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজদসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সূত্র: কালের কন্ঠ অনলাইন