অনলাইন ডেস্কঃ
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। বুধবার দিল্লির সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এমনই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
৮৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতিকে এখনো ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গত ১০ আগস্ট থেকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখার্জি। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। এরপরই গভীর কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।
সূত্র : ইন্ডিয়া টাইমস।