অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য. ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতি চলছে। এই নির্বাচনে কোনো কেন্দ্রে আমাদের এজেন্ট দিতে দেয়নি। প্রশাসনের সহযোগিতায় সরকারের ক্যাডার বাহিনী আগের রাতেই আমাদের নেতা কর্মীদের বাড়ি ছাড়া করেছে।’
শনিবার (১৬ জানুয়ারি) ৬০টি পৌরসভায় ভোটগ্রহণের মাঝ পথে ঢাকায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করা হয়।
নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ সম্পূর্ণ ধবংস করে দিয়েছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘তারা গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করেছে। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও তারা একই ধরনের কাজ করছে। ভোট কেন্দ্রের অবস্থা যে কী, তা আওয়ামী লীগের নেতারা কিছু কিছু মুখ খুলতে শুরু করেছে। আমি আর বলতে চাই না।’
ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, ‘এমনিতেই মানুষ ভোট দিতে পারে না, এখন আবার মেশিনে ভোট। এই মেশিনে ভোটে দুরভিসন্ধি আছে। ইভিএমে যেখানেই ভোট দিক, পড়ে একটি প্রতীকে।’
দ্বিতীয় ধাপে আজ শনিবার ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।