অনলাইন ডেস্ক:
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অষ্টম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সুবিধাবাদ আর আপসকামিতার বিরুদ্ধে বিপ্লবী ধারায় ট্রেড ইউনিয়ন আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মেলনের উদ্বোধন করেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও গার্মেন্ট টিইউসির উপদেষ্টা শ্রমিক নেতা মনজুরুল আহসান খান।
উদ্বোধনী বক্তব্যে মনজুরুল আহসান খান বলেন, ‘আজ বাংলাদেশ যে রাজনৈতিক দুর্বৃত্তায়িত শক্তির হাতে পড়েছে তা থেকে উদ্ধার করতে পারে একমাত্র শ্রমিক ও মেহনতি মানুষ। তারা সচেতন জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে না পারলে দেশের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে।
তাই শ্রমিক আন্দোলনকে বিপ্লবী ধারায় নিয়ে যেতে হবে। ’
তিনি আরো বলেন, ‘নিম্ন আয়ের মানুষ উদয়-অস্ত খেটেও স্বাভাবিক চাহিদামতো খাবার জোগাড় করতে পারছে না। অনেকে ফুলে-ফেঁপে উঠলেও দেশের মানুষ খাদ্যসংকটে পড়ে আছে। ’
তিনি সর্বব্যাপী জুলুমের বিরুদ্ধে শ্রমিক-জনতার গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বিজিএমইএর মতো প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত শ্রমিক শোষণ করেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সরকার তাদের মদদ দেয়, কারণ এই সরকার মালিকের সরকার, জনগণের-শ্রমিকের সরকার না। একজন শ্রমিক কথা বলতে গেলে মালিক তাকে ফিরিয়ে দিতে পারবেন, ছাঁটাই করে অন্য শ্রমিক নিতে পারবেন; কিন্তু শ্রমিকশ্রেণি যদি এক হয়ে মালিকের কাছে যায়, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া অসম্ভব। কাজেই শ্রমিকশ্রেণিকে একত্র হতেই হবে। ’
সভাপতির বক্তব্যে মন্টু ঘোষ বলেন, ‘গার্মেন্ট শ্রমিকরা দেশের অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখলেও তাদের জীবন সারাক্ষণই হুমকির মুখে। কাজের চাপ, কর্মস্থলে নিরাপত্তার অভাবের পাশাপাশি জলের দরে তাদের কাছ থেকে শ্রম কিনে নিচ্ছে মালিকরা। শ্রমিকদের শ্রমে-ঘামে উৎপাদিত অর্থ বুর্জোয়া মালিকরা ভোগবিলাসে উড়িয়ে দিচ্ছে। ’
গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা এবং সোয়েটারের পিস রেটসহ সকল গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।
সূত্র: কালের কন্ঠ অনলাইন