দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে পুরনো পাঁচজনকেই আবার নিয়োগ দিয়েছেন সরকারপ্রধান। উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত করেছেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন সাবেক সচিবকে।
উপদেষ্টাদের নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ১৯৯৬-এর রুল ৩ বি (১) ক্ষমতাবলে এসব উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
গত মেয়াদে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রয়াত হন। তবে ওই পদে আর কাউকে নিয়োগ দেননি প্রধানমন্ত্রী। এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর ২০০৯-২০১৪ মেয়াদে জনপ্রশাসন উপদেষ্টা ছিলেন।
তিনি কবি কামাল চৌধুরী হিসেবেও পরিচিত। তিনি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন প্রস্তুতির নেতৃত্ব দিয়েছেন। এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে যুক্ত ছিলেন কামাল চৌধুরী। তিনি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ছিলেন।
এর আগে তিনি জনপ্রশাসনসচিব, শিক্ষাসচিব ও তথ্যসচিবের দায়িত্ব পালন করেছেন।