Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুরনো পাঁচে আস্থা, সঙ্গে নতুন বিশ্বস্ত মুখ
--সংগৃহীত ছবি

পুরনো পাঁচে আস্থা, সঙ্গে নতুন বিশ্বস্ত মুখ

অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে পুরনো পাঁচজনকেই আবার নিয়োগ দিয়েছেন সরকারপ্রধান। উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত করেছেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন সাবেক সচিবকে।

পুরনো পাঁচজনে আস্থা সঙ্গে নতুন বিশ্বস্ত মুখউপদেষ্টাদের নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন করে নিয়োগ পাওয়া পুরনো পাঁচ উপদেষ্টা হলেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তাঁদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

এবার উপদেষ্টা পদে পুরনোদের সঙ্গে নতুন যোগ হয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

২০১৭ সালে মুখ্য সচিব হিসেবে অবসরে যাওয়ার আগ পর্যন্ত কামাল চৌধুরী প্রভাবশালী আমলা ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply