ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে সীমান্তে এক অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মুল্যের ৪ কেজি ৪৭৮.৯৭ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার পাতিলা গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই সোনার বার উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার পাতিলা ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তার পাশে অবস্থান গ্রহণ করেন। বিকাল ৫টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা পিছু ধাওয়া করে মোটর সাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্ট খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। পাচারকারী বেল্টটি রেখে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ সময় বিজিবির হাতে থাকা বেল্টের মধ্য থেকে ৪ কেজি ৪৭৮.৯৭ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করে। এরমধ্যে দুইটি বার গলানো এবং ১৫টি বিয়ারিং সদৃশ্য মার্কারী কালার আবরণ যুক্ত বার ছিল। জব্দকৃত সোনার বারের বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা বলে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে। সোনা পাচারকারীকে হাতের কাছে পেয়েও বিজিবি সদস্যরা আটক করতে পারেনি।