প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও গরিববান্ধব দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাজেটের সমালোচকদের সমালোচনা বরাবরের মতোই গৎবাঁধা ও গতানুগতিক। অনেকে বাজেট ভালোভাবে না দেখেই তাড়াহুড়া করে সমালোচনায় ব্যস্ত।
আজ শুক্রবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
এ অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হচ্ছে। কোনো রাজনৈতিক দল দাবি জানায়নি, সরকার নিজে থেকেই এটা করছে।
সিপিডির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারই বাজেট ঘোষণার পরপরই তারা বিভিন্ন কথা বলে। এ বছর বাজেট ঘোষণা চলমান অবস্থায় তারা বলেছে, এই বাজেট উচ্চাভিলাষী, বাজেট বাস্তবায়ন হবে না।
হাছান মাহমুদ বলেন, টানা ১৫তম বাজেট পেশ করেছে আওয়ামী লীগ। আর সরকারের বাজেট বাস্তবায়নের হার ৯৭ ভাগ, তাই মানুষের আয় বেড়েছে। দরিদ্র মানুষের সংখ্যাও কমেছে। ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের কারণে এবারের বাজেটে চ্যালেঞ্জ ছিল। এর পরও গত বছরের তুলনায় বাজেটের আকার বেড়েছে।
সামাজিক নিরাপত্তা বলয়ে জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: কালের কন্ঠ অনলাইন