দেশে বিদ্যমান কতগুলো আইনে ‘পাকিস্তান’, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ বা ‘ইস্ট পাকিস্তান’ ইত্যাদি পরিভাষা রয়ে গেছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। সে জন্য আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন সচিবকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকা তৈরির পাশাপাশি এসব পরিভাষা বাদ দিয়ে আইন সংশোধন করতে সরকার এখন পর্যন্ত কী উদ্যোগ নিয়েছে বা আদৌ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে এ প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম, সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ ও আল ফয়সাল সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।
আইনজীবী কামরুল ইসলাম বলেন, “পাকিস্তান আমলে প্রণীত আইনগুলো দেশ স্বাধীনের পর অভিযোজন করার উদ্যোগ নেওয়া হয়। সে জন্য ১৯৭৩ সালে ‘বাংলাদেশ (সংশোধন ও ঘোষণা) আইন’ নামের একটি আইনই প্রণয়ন করে সরকার। তখন অনেক আইন থেকে এসব পরিভাষা বাদ দেওয়া হয়। কিন্তু দেশে বিদ্যমান চল্লিশটিরও বেশি আইনে এখন পর্যন্ত পাকিস্তান, ইস্ট পাকিস্তান বা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের মতো পরিভাষা রয়ে গেছে, যা আইনের লঙ্ঘন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন