সম্প্রতি পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। যা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এই জাহাজটা মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে এসেছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে।
চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট অভিযোগ করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার উত্তর আপনারা (সাংবাদিকরা) সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন আমরা কোনো কিছু কারো ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আপনি বললে আমার থেকে বেশি ভালো।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করছি। এটা সন্তোষজনক হওয়ার পরে একসময় ভালো হবে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা ওপরের দিকে গেলে ভালো, নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে। যারা এখানে আছে সবাইকে সুযোগ দিতে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসকল পুলিশ সদস্যরা এখনো কাজে যোগদান করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল (অপরাধী)। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে তাদের ধরা হচ্ছে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান। আমাদের ভুল হলে ধরিয়ে দেন। আমরা কোনো অপরাধ করলে বলে দেন। আমরা যদি কোনো জায়গায় পয়সা খাই, আপনি বলেন। আমার একটু অনুরোধ আপনারা মিথ্যা সংবাদ দেবেন না।’