Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
--Collected pic

পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Online Desk:

সম্প্রতি পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। যা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এই জাহাজটা মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে এসেছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে।

উপদেষ্টা এও বলেন, ‘খেজুর, পেঁয়াজ- এগুলো সামনের রোজার সময় দরকার।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ। ১০টা নাম দিতো আর ৫০টা বেনামি আসামি দিত। এখন জনগণ দিচ্ছে ১০ টা নাম, ৫০টা বেনাম। এটি কিন্তু হচ্ছে। এজন্য আমরা একটা নির্দেশনা দিয়েছি। এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। প্রকৃত মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। মামলা পুলিশ, র‌্যাব, আর্মি, আনসার দেয়নি। পাবলিক দিয়েছে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করছি। এটা সন্তোষজনক হওয়ার পরে একসময় ভালো হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা ওপরের দিকে গেলে ভালো, নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে। যারা এখানে আছে সবাইকে সুযোগ দিতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসকল পুলিশ সদস্যরা এখনো কাজে যোগদান করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল (অপরাধী)। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে তাদের ধরা হচ্ছে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান। আমাদের ভুল হলে ধরিয়ে দেন। আমরা কোনো অপরাধ করলে বলে দেন। আমরা যদি কোনো জায়গায় পয়সা খাই, আপনি বলেন। আমার একটু অনুরোধ আপনারা মিথ্যা সংবাদ দেবেন না।’

About Syed Enamul Huq

Leave a Reply