Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩

অনলাইন ডেস্কঃপাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার হক্কানিয়া মাদরাসায় জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।
ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply